September 20, 2024, 9:49 pm
স্বপন রবি দাস, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন এর মোস্তফাপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জসিম উদ্দিনের পুত্র রুমান আহমেদ নামের এক ব্যক্তিকে ০১লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।অভিযানকালে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় আনুমানিক প্রায় ৭০০ ফিট পাইপ ও দুইটি মেশিন ধ্বংস করা হয়।এ সময় আইনি সহায়তা করেন নবীগঞ্জ ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ।
বালু উত্তোলন বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন,অবৈধভাবে বালু উত্তোলন এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
প্রেরক
স্বপন রবি দাস
নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
মোবাইলঃ ০১৭০৩-৫৬৮৮৯৭
তারিখঃ ১৯-০৯-২০২৩ ইং